ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৮:৩৯, ৮ জুলাই ২০২৫

ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত: ডোনাল্ড ট্রাম্প

ছ‌বি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে চলেছে এবং তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার তিনি বলেন, "আমরা ভারতের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি।"

এদিন ট্রাম্প আরও ঘোষণা করেন, ১৪টি দেশের উপর নতুন শুল্ক বসানো হবে, যার মধ্যে রয়েছে থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও জাপান। এসব শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে।

ট্রাম্প বলেন, "আমরা সবার সঙ্গে কথা বলেছি। প্রায় সবই চূড়ান্ত। আমি আগেই বলেছিলাম, আমরা কিছু চুক্তি করব, আর বাকিদের আমরা চিঠি পাঠাব। চিঠিতে জানানো হবে, তারা যদি যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে চায়, তবে তাদের নির্দিষ্ট শুল্ক দিতে হবে।"

তিনি আরও বলেন, "যুক্তরাজ্যের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, চীনের সঙ্গেও হয়েছে। ভারতের সঙ্গেও প্রায় হয়ে গেছে। অন্য কিছু দেশের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু মনে হচ্ছে তাদের সঙ্গে চুক্তি হবে না। তাই তাদের শুধু শুল্কের চিঠি পাঠানো হবে।"

ট্রাম্প জানিয়েছেন, কোনো দেশ যদি ন্যায্যতার প্রশ্ন তোলে, তবে সে ক্ষেত্রে সামান্য পরিবর্তন আনা যেতে পারে। তবে ১ আগস্টের সময়সীমাকে তিনি "দৃঢ় কিন্তু শতভাগ চূড়ান্ত নয়" বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, "কোনো দেশ যদি বিকল্প প্রস্তাব দেয়, আমরা সেটাও বিবেচনা করব।"

মঙ্গলবার ট্রাম্প Truth Social-এ জাপান ও দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর একই ধরনের শুল্ক চিঠি পাঠানো হয় বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ আরও কয়েকটি দেশে।

এর আগে, ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ পাল্টা শুল্ক বসিয়েছিল। পরে সেটি কমিয়ে ১০ শতাংশ করা হয় এবং ৯০ দিনের জন্য তা স্থগিত রাখা হয়, যা শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে। এরমধ্যে ভারতীয় কর্মকর্তারা চুক্তি চূড়ান্ত করতে ওয়াশিংটনে ব্যাপক আলোচনায় অংশ নেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এম.কে.

×