
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ, আর এই জয়ের নায়ক বাংলাদেশের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তার দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নিয়ে তিনি গড়েছেন নতুন রেকর্ড, একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের মালিক হয়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি তার সাফল্যের জন্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানে হারের পর বাংলাদেশ দল ছিল ভীষণ চাপে। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৪৮ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে তানজিম হাসান একটি উইকেট নিলেও, এরপর ৪৫ বলে ৬৯ রানের জুটিতে দারুণভাবে এগোচ্ছিল লঙ্কানরা। ঠিক তখনই আঘাত হানেন তানভীর ইসলাম, নিশান মাদুস্কাকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ জুটিটি ভাঙেন। এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে আল-হিলালকে শেষ আটে থামিয়ে দেন তিনি।
তানভীরের ৫ উইকেট শিকারের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে এটি এখন বাংলাদেশের সেরা বোলিং ফিগার। তিনি ভেঙেছেন আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের রেকর্ড; ২০১৩ সালে পাল্লেকেলেতে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন রাজ্জাক। এই অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তানভীর।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তানভীর ইসলাম নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "ভালো লাগছে, ঠিক জায়গায় বল করেছি। আগের ম্যাচের চেয়ে আজ ভালো উইকেট ছিল। অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা, যিনি ম্যাচের আগে আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন।"
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি এর আগে ৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয়শূন্য ছিলেন, তিনি বলেন, "দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করাটাও কঠিন। আমাদের বিশ্বাস ছিল ২৪৮ রানের মধ্যে আটকে রাখতে পারব। তারা খুব ভালো খেলছিল আর আমাদের তখন উইকেট দরকার ছিল। আমি তানভীরকে বলেছি আমাদের উইকেট দরকার, ইতিবাচক থাকে যেন। এ ছাড়া আমরা জিততে পারব না।"
অবশেষে বাংলাদেশ ১৬ রানের জয় নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে, যা তানভীর ইসলাম এবং অধিনায়ক মিরাজের কৌশলগত নেতৃত্বের এক দারুণ সমন্বয়কে তুলে ধরে।
সাব্বির