ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

‘একই ফ্যাসিস্ট, একই প্রকৃতির আক্রমণ, আমারটা হয়েছিল আরও বড় আকারে’

প্রকাশিত: ০৭:০৪, ৬ মে ২০২৫

‘একই ফ্যাসিস্ট, একই প্রকৃতির আক্রমণ, আমারটা হয়েছিল আরও বড় আকারে’

ছবি: সংগৃহীত

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘হাসনাত আব্দুল্লাহর ওপরে যেভাবে আক্রমণ হয়েছে, সেই একই প্রকৃতির আক্রমণ আমার বিরুদ্ধে ২০১৮ সালে কুষ্টিয়ার আদালতে হয়েছিল। আমারটা তো আরও বড় আকারে হয়েছিল।’

গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি আরও বলেন, ‘হাসানাত আব্দুল্লাহর ওপরে যে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে, সেই একই ফ্যাসিস্টরা কিন্তু ২০১৮ সালে আমার বিরুদ্ধে আদালত চত্বরে আক্রমণ করেছিল। সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। হাসানাত আব্দুল্লাহও বেঁচে গেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে, ফ্যাসিস্ট শক্তি এখনও বাংলাদেশে আছে।’

তিনি জানান, ২০১৮ সালে কুষ্টিয়ার আদালতে তাঁর ওপর হামলা চলাকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে সম্ভবত একটি দলীয় সভা চলছিল। হামলার ব্যাপারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করলে তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করেন।

মাহমুদুর রহমান বলেন, “সেদিন ফখরুল সাহেব তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন আমাকে বাঁচাতে। কিন্তু মন্ত্রীর উত্তর ছিল, ‘এখানে আমার কিছু করার নেই, এটা উপরের নির্দেশ’। এর মানে, হামলার নির্দেশ এসেছিল সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=4bsG9FunRVM

রাকিব

×