
ছবিঃ সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষে জড়াতে পারে এই দুই পারমাণবিক শক্তিধর দেশ। এ অবস্থায় ভারতের চারটি যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমার কাছ থেকে ধাওয়া খেয়ে পিছু হটেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনী (PAF) নিয়ন্ত্রণ রেখার (LoC) কাছাকাছি ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান শনাক্ত করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিমান বাহিনী আকাশে ওঠে এবং ভারতের বিমানগুলোকে পিছু হটতে বাধ্য করে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, ভারতীয় যুদ্ধবিমানগুলো জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর তৎপরতায় তারা দ্রুত নিরাপদ দুরত্বে ফিরে যেতে বাধ্য হয়।
এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সশস্ত্র বাহিনীকে পাকিস্তানে হামলার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে—আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে।
তিনি আরও বলেন, “ভারত যেন নিজেই বিচারক, জুরি এবং শাস্তিদাতা হয়ে উঠেছে। এটা দায়িত্বজ্ঞানহীন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।”
এই পরিস্থিতির পেছনে ভারতের ‘রাজনৈতিক উদ্দেশ্য’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বলেন, “পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার। আমরাও জানি, এই যন্ত্রণা কতটা ভয়াবহ। তাই আমরা শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে নই।”
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটন এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলাকারীরা সেনা পোশাক পরে গুলি চালায়। ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ দাবি করছে, এটি ভারতের সাজানো নাটক।
এই হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে, যা ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর সর্বোচ্চ বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইমরান