ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ইহুদিবিরোধী পোস্ট করলে ভিসা ও গ্রিন কার্ড বাতিল করবে যুক্তরাষ্ট্র !

প্রকাশিত: ১৭:২৩, ১০ এপ্রিল ২০২৫

ইহুদিবিরোধী পোস্ট করলে ভিসা ও গ্রিন কার্ড বাতিল করবে যুক্তরাষ্ট্র !

ছবি: সংগৃহীত

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিরোধী বলে বিবেচিত পোস্ট বা কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিদের ভিসা ও স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) আবেদন বাতিল করা হবে।

বুধবার এক বিবৃতিতে জানানো হয়, যেসব বিদেশি ব্যক্তি হামাস, হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো মার্কিন তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন, তাদের আবেদন প্রক্রিয়ায় তা নেতিবাচক প্রভাব ফেলবে।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, "মন্ত্রী ক্রিস্টি নয়েম স্পষ্টভাবে জানিয়েছেন— যারা মনে করেন তারা প্রথম সংশোধনীর দোহাই দিয়ে আমেরিকায় এসে ইহুদিবিরোধী সহিংসতা ও সন্ত্রাসবাদকে লুকিয়ে সমর্থন করতে পারবেন, তাদের পুনর্বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্রে এমন ব্যক্তিদের কোনো স্বাগত নেই।"

বিবৃতিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো কার্যক্রম, যা ইহুদিবিরোধী মনোভাব বা সন্ত্রাসবাদকে সমর্থনের ইঙ্গিত দেয়, তা ভবিষ্যতে মার্কিন নাগরিকত্ব, শিক্ষার্থী ভিসা, কিংবা স্থায়ী বসবাসের আবেদন বিবেচনায় নেতিবাচক প্রভাব ফেলবে।

নতুন এই নীতিমালা অবিলম্বে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ।

আসিফ

×