ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

নস্ট্রাডামাসের ভবিষ্যদ্বাণী

২০২৫ সালে যুদ্ধ থামতে পারে ব্রাজিলে দেখা দেবে দুর্যোগ 

প্রকাশিত: ২০:৪৯, ১০ ডিসেম্বর ২০২৪

২০২৫ সালে যুদ্ধ থামতে পারে ব্রাজিলে দেখা দেবে দুর্যোগ 

.

২০২৪ সালে কী হতে পারে, এমন ভবিষ্যদ্বাণী মিলে গেছে বেশ কয়েকজনের। তাদের মধ্যে একজন ফ্রান্সের জ্যোতির্বিদ নস্ট্রাডামাস। নস্ট্রাডামাসকে বলা হয় প্রফেট অব ডোম। পনেরো শতকের এই ব্যক্তি কাব্যিক চতুষ্পদী শ্লোকের মাধ্যমে দিয়ে গেছেন ভবিষ্যদ্বাণী। ২০২৫ সালের জন্য তিনি বলে গেছেন, এ বছর যুদ্ধ থামতে পারে। ব্রাজিলে হতে পারে ভয়াবহ দুর্যোগ। এ ছাড়া প্লেগের মতো মহামারি দেখা দিতে পারে যুক্তরাজ্যে। খবর এনডিটিভির।
২০২৫ সালের জন্য নস্ট্রাডামাসের দেওয়া সবচেয়ে ভয়াবহ ভবিষ্যদ্বাণী হচ্ছে, পৃথিবীতে আঘাত হানতে পারে বড় কোনো গ্রহাণু। এর আগে নস্ট্রাডামাসের কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি হলো অ্যাডলফ হিটলারের আধিপত্য, ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলা ও হালের করোনা মহামারি। লেস প্রফেটিস (দ্য প্রফেসিস) নামের বইয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন নস্ট্রাডামাস। ১৫৫৫ সালে প্রকাশিত এই বইতে ৯৪২টি কাব্যিক চতুষ্পদী শ্লোক রয়েছে। আর সেগুলোতে বিশ্বের বিভিন্ন ঘটনাকে রূপকভাবে উপস্থাপন করেছেন তিনি। ২০২৫ সালের জন্য নস্ট্রাডামাসের কাব্যিক চতুষ্পদী শ্লোক বিশ্লেষণ করে গবেষকেরা কিছু ইতিবাচক ও নেতিবাচক ঘটনা পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হতে যাচ্ছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ফ্রান্সের জ্যোতির্বিদ নস্ট্রাডামাসের শ্লোকে যুদ্ধ বন্ধের ইঙ্গিত রয়েছে। এতে তিনি বলেন, দীর্ঘ যুদ্ধের পর সেনারা ক্লান্ত হয়ে পড়েছে, সেনাদের জন্য তারা কোনো অর্থ আর পায়নি। সোনা বা রুপার পরিবর্তে তারা মুদ্রায় আনবে চামড়া, গ্যালিক (ফরাসি) পিতল ও চাঁদের অর্ধচন্দ্র চিহ্ন। বিশ্লেষকরা বলছেন, এখানে ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে।

জোবায়ের আহমেদ

×