ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

বিজয়ী কামরুল, রুমন ও হোসেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে বাংলার ঐতিহ্য ক্যারাম টূর্ণামেন্ট অনুষ্ঠিত

রফিকুল হাসান চৌধুরী তুহিন

প্রকাশিত: ২০:৩০, ৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২০:৩১, ৫ ডিসেম্বর ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে বাংলার ঐতিহ্য ক্যারাম টূর্ণামেন্ট অনুষ্ঠিত

অত্যন্ত জাকজমকপূর্ন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নর্থ ইষ্ট ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত হয়েছে এম,কে,বি'র উপহার সিঙ্গেল ক্যারাম টূর্ণামেন্ট-২০২৪।

 

গত ২৮ নভেম্বর সংশ্লিষ্ট রাজ্যের উনডাল রেষ্টুরেন্টে এই টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। 

মোস্তফা কামাল বাদল কতৃক আয়োজিত এমন প্রাণবন্ত টূর্ণামেন্টে বিজয়ী তালিকায় অবর্তীর্ণ হয়ে ১ম স্থান অধিকার করেন মিশিগান রাজ্যের বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক কামরুল হাসান।

২য় স্থান অধিকার করেন, ফিলাডেলফিয়া রাজ্যের বাংলাদেশী বংশোদ্ভূত হোসেন আহমেদ এবং ৩য় স্থান অর্জন করেন মিশিগান রাজ্যের বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিক রুমন আহমেদ।

এদিকে সংশ্লিষ্ট আয়োজক প্রধান মোস্তফা কামাল বাদল জানান, বাঙালী তথা বাংলাদেশের গ্রামাঞ্চল-শহরের এক সময়ের জনপ্রিয় খেলা ক্যারাম টূর্ণামেন্টের মতো কোন আয়োজন এখন আর খোদ স্বদেশেই তেমন দেখা যায় না। যা এখন হারিয়ে যেতে বসেছে। অথচ এমন প্রাণবন্ত খেলা ছিল যুবকদের জন্য নিত্যদিনের আনন্দের খোড়াক। 

তিনি আরও বলেন, আমরা প্রিয় মাতৃভূমির এমন ঐতিহ্য ক্যারাম খেলাকে আবারো পুনরুজ্জীবিত করা, কর্মক্লান্ত প্রবাসী যুবকদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে ক্লান্তি দূর করা এবং বাংলাদেশী প্রবাসী কমিউনিটিকে একত্রিত করার অভিপ্রায় নিয়ে-ই মূলত এমন একটি আয়োজন করা হয়েছে। আমরা সফল হয়েছি। ফলে প্রতি বছর এমন টূর্ণামেন্ট আরো জোরালো ভাবে আয়োজন করা হবে।

বলাবাহুল্য, মিশিগান রাজ্যে প্রবাসী বাংলাদেশী যুবকদের মাঝে ওই ক্যারাম খেলা বেশ প্রভাব ফেলেছে। উত্তীর্ণ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ ডলার ও ট্রফি বিতরন করা হয়।এসময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই ক্যারাম টূর্ণামেন্ট উপভোগ করে নিজেদেরকে আনন্দ-উল্লাসে মাতিয়ে তুলেন।

এমএম

×