ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রাম্পকে অভিনন্দন জানালেন ট্রুডো

প্রকাশিত: ০৮:৫৬, ৭ নভেম্বর ২০২৪

ট্রাম্পকে অভিনন্দন জানালেন ট্রুডো

ডোনাল্ড ট্রাম্প ও জাস্টিন ট্রুডো। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।


বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বের সবচেয়ে সফল অংশীদারত্ব রয়েছে। আমরা প্রতিবেশী ও বন্ধু, অভিন্ন ইতিহাস, অভিন্ন মূল্যবোধ এবং আমাদের জনগণের মধ্যে দৃঢ় বন্ধনের ভিত্তিতে ঐক্যবদ্ধ। আমরা একে অপরের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং আমাদের অর্থনীতি গভীরভাবে জড়িত।

ট্রুডো বলেন, আমি জানি যে, আমাদের দুই দেশের জন্য আরও সুযোগ, সমৃদ্ধি এবং নিরাপত্তা তৈরি করতে প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি একসঙ্গে কাজ করবো। 

সূত্র: বিবিসি

এসআর

×