ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৫ নভেম্বর ২০২৪

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

ভারতের মালদহে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছিল হিন্দুদের অন্যতম উৎসব কালীপুজার দিন রাতে (৩১ অক্টোবর)। ভুক্তভোগী নারী অভিযোগ করেন যে, রাত নয়টার দিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তাঁর বাড়িতে জোর করে প্রবেশ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন।তখন গৃহবধূ বাড়িতে একাই ছিলেন।

পরিবারের দাবি, ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা তার বাড়িতে দিকে এগিয়ে যেতেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান। পরের দিন (শুক্রবার) স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে এখনোও অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে।

গৃহবধূর দাবি, তাঁর চিৎকারের শব্দে প্রতিবেশীরা বাড়ির দিকে এগিয়ে আসেন। তা দেখে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সেখান থেকে পালিয়ে যান। কিন্তু এর পরে অভিযুক্তের পরিবারের লোকেরা গৃহবধূর পরিবারের উপর চড়াও হন এবং মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় থানায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগের পাশাপাশি আরও দু’জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। এর পরে তা প্রত্যাহারের জন্যও অভিযুক্তের পরিবার চাপ দিচ্ছিল বলে দাবি গৃহবধূর। স্থানীয় থানার বিরুদ্ধেও তদন্তে গড়িমসির অভিযোগ ওই গৃহবধূর। থানায় অভিযোগ গ্রহণের পরেও শুরুতে কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাঁর।

নাহিদা

×