
আবুল ফজল মোখতারী
চামচ, পাথর, কাঠ থেকে শুরু করে গিটার সব তার শরীরে লেগে থাকে। তিনি তিনটি পৃথক ইভেন্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। ইতোমধ্যে চুম্বক পুরুষ ইরানের আবুল ফজল মোখতারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি ধারণ করা এক ফুটেজে দেখা যায়, মোখতারীর মুখ এবং পেটের সঙ্গে কয়েক ডজন চামচ লেগে আছে। তিনি জানান, এই ক্ষমতা তার ছোটবেলা থেকেই।
একজন ডাক্তার মোখতারীকে বলেছিলেন, মোখতারী আপনি আপনার শরীরের ইলেকট্রনগুলো সঞ্চালন করছেন। আপনি বস্তুগুলোকে ইলেকট্রন দিচ্ছেন, যে কারণে এই বস্তুগুলো আপনার শরীরে লেগে থাকে।
মোখতারী আরও জানান, তার শরীর ঢেকে না রাখলে এই ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ জন্য বস্তুগুলোকে নিজের সঙ্গে লেগে থাকতে তিনি পোশাক খুলে রাখেন।
গিনেস বুকে রেকর্ডের তথ্য মতে, মোখতারী ২০২২ সালে সর্বপ্রথম ৮৫টি চামচ নিজের শরীরে লাগিয়ে গিনেস বুকে রেকর্ড গড়েন। এরপর ২০২৩ সালে ৮৮টি চামচ লাগিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙেন। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসে ইরানি এই নাগরিক তার শরীরে ৯৬টি চামচ সংযুক্ত করে তৃতীয়বারের মতো নিজের রেকর্ড ভাঙেন, যা গিনেস বুকে তৃতীয়বারের মতো স্থান করে নিয়েছে।-টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
প্যানেল হু