রটরেডাম অভিবাসনবিরোধী বিক্ষোভ
সাউথপোর্টে তিন শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেনজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংসতা চলছে। কট্টর ডানপন্থিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের জেরে অন্তত ১৫০ জনকে আটক করা হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির।
রবিবার ব্রিটেনের অন্যান্য শহর ট্যামওয়ার্থ, মিডলসব্রো, বোল্টন, হাল এবং ওয়েইমাউথে বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। রটরেডামে শরণার্থীদের একটি আবাসিক হোটেলে ব্যাপক হামলা চালায় বিক্ষোভকারীরা। এরপরপরই জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে চলমান অস্থিরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। হোটেলে হামলার তীব্র নিন্দা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মানুষের নিরাপদ থাকার অধিকার আছে। এরপরেও আমরা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানাচ্ছি, মসজিদে হামলা করছি। এরপরপরই ডাউনিং স্ট্রিটে জরুরি বৈঠক ডাকেন কিয়ারমার। বৈঠকে জরুরি বিভাগ কমিটি, মন্ত্রী, বেসামরিক কর্মচারী, পুলিশ, গোয়েন্দা ও পার্লামেন্ট সদস্যরা উপস্থিত থাকবেন।
গত ২৯ জুলাই সাউথপোর্টে একটি নাচের কর্মশালায় ১৭ বছর বয়সী এক যুবকের ছুরিকাঘাতে তিন শিশু নিহত হয়। যুবককে আটক করা হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে হুজব ছড়িয়ে পড়ে যে আটক হামলাকারী এক উগ্র ইসলামপন্থি অভিবাসী। এরপর থেকেই সাউথপোর্টে অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়।