ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গাজায় ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি

লেবাননে রাতভর ইসরাইলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ১১ জুলাই ২০২৪

লেবাননে রাতভর ইসরাইলি হামলা

লেবাননের একটি গ্রামে ইসরাইলি বিমান হামলার পর ধোঁয়া উড়ছে

লেবাননের দক্ষিণাঞ্চলে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির আইতা আল-শাব, রাব এল-থালাথিন, আল আদ্দাউসিয়ে এবং খিয়ামেও হামলা চালিয়েছে ইসরাইল। আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্র, রকেট লঞ্চার বহনকারী ট্রাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। খবর বিবিসি ও আলজাজিরার।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে ইসরাইলি বর্বর হামলায় বৃহস্পতিবার আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩৮ হাজার ৩০০ জনে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৮ হাজারের বেশি ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। চুক্তির এ কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ। এখন চুক্তিটি কীভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা করছে তারা। 
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরাইলও। এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার। আর এর নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনি অথরিটির (পিএ) সমর্থিত বাহিনী।  অন্যদিকে ইসরাইলে আবারও ৫০০ পাউন্ড ওজনের বোমা পাঠানো শুরু করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে ২০০০ পাউন্ড ওজনের বোমার চালান সরবরাহ স্থগিত অব্যাহত থাকবে। ঘনবসতিপূর্ণ গাজায় সেগুলো ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

×