ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রেসিডেন্ট রাইসির পরে কে?

প্রকাশিত: ১৩:৩৬, ২৩ মে ২০২৪

প্রেসিডেন্ট রাইসির পরে কে?

রাইসির মৃত্যুতে গত সোমবার ইরানে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে দেশটির কিছু মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। 

ইরানের উদ্বিগ্ন এই লোকজনের মধ্যে মোহাদেসেহ জালালি একজন। গতকাল বুধবার ইরানের রাজধানী তেহরানে রাইসির জানাজা হয়। এতে তিনি অংশ নেন। জালালি বলেন, এখন তাঁর মধ্যে দুঃখ-শোকের চেয়ে উদ্বেগ বেশি কাজ করছে। 

আরও পড়ুন : রাইসির হেলিকপ্টার কীভাবে খুঁজে পাওয়া গেল? যা জানা গেল 

গত রবিবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এতে তিনি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারটির আট আরোহীর সবাই নিহত হন। রাইসির মৃত্যুর পর মোহাম্মদ মোখবারকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে। তিনি আগে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। 

রাইসির উত্তরাধিকারী ঠিক করতে ইরানে আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে ৩১ বছর বয়সী ইরানি নাগরিক মোহসেন বলেন, ‘আমি কীভাবে তাঁর (রাইসি) মতো একজনকে খুঁজে পাব? আমি সত্যিই বিষয়টি নিয়ে চিন্তিত।’

মোহসেন আরও বলেন, তিনি যত দূর জানেন, তাঁদের কাছে রাইসির মতো মর্যাদাসম্পন্ন কোনো প্রার্থী নেই।

রাইসির মৃত্যুতে গত সোমবার ইরানে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। এই শোক পালন শেষ হলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু হতে পারে।

মোহসেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি জানেন না এই নির্বাচনে কী হবে।

এএফপি

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার