ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগোলেন ট্রাম্প

প্রকাশিত: ২০:৫৮, ৩ মার্চ ২০২৪

মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগোলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আরও তিনটি রাজ্যে জয়ী হয়ে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রিপাবলিকান প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইডাহো, মিসৌরি এবং মিশিগান রাজ্যেও জয় পেয়েছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন তিনি। খবর সিএনএনের।
মিশিগানে ৩৯, মিসৌরিতে ৫৪ এবং আইডাহোতে ৩২ জন প্রতিনিধি জিতেছেন ট্রাম্প। মিশিগান ককাসে জয়লাভকে প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। আর এই মিশিগানে ১৩টি জেলায় জয়লাভ করেছেন তিনি। এর ফলে প্রতিদ্বন্দ্বী হ্যালির ২৪ প্রতিনিধির তুলনায় তার প্রতিনিধির সংখ্যা দাঁড়াল ২৪৭। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন কে পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প না নিকি হ্যালি তা জানা যাবে মঙ্গলবার (৫ মার্চ)। ওইদিন একসঙ্গে ১৬টি রাজ্যে প্রাথমিক বাছাই হওয়ায় দিনটিকে বলা হয় সুপার টুইসডে।

×