ছবি: সংগৃহীত।
মিসরে সুয়েজ খাল সংলগ্ন পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুনে ২৫ জন আহত হয়েছে।
জরুরি বিভাগ জানিয়েছে, সোমবার ভোরের দিকে আগুনের সূত্রপাত ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান পুলিশ কমপ্লেক্সের চারদিকে ছড়িয়ে পড়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন :চাঁদা চেয়ে বাড়ি বাড়ি পোস্টার, অপহরণের হুমকি
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ৩ ঘণ্টারও বেশি সময় লড়াই করছে দমকলকর্মীরা। আগুনের তীব্রতার কারণে ভবনের কিছু অংশ ধসে পড়ার কথা জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
খবর আল-জাজিরার
টিএস