গ্যাস সিলিন্ডার
নতুন মাস জুলাই শুরু। আর প্রত্যেক মাসের শুরুতেই তেল কোম্পানিগুলি তাদের গ্যাসের দামের আপডেট দিয়ে থাকে। ১ লা জুলাই সামনে এসেছে এই মাসের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম।
ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, জুলাই মাসের জন্য তেল কোম্পানিগুলি বাসা-বাড়ি বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে তেমন কোনো পরিবর্তন করেনি। সুতরাং আগের মাসের হিসাব অনুযায়ী দেশের রাজধানী শহর দিল্লিতে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম ১১০৩ টাকাই থাকছে। অন্যদিকে এই দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৭৩ টাকা থাকবে।
গত জুন মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৮৩ টাকা কমানো হয়েছিল। তার আগে মে মাসে এই সিলিন্ডারের দাম ১৭২ টাকা কমানো হয়েছিল। তেল সংস্থাগুলি পরপর দুই মাস ধরে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছিল। তবে গত দুমাস ধরেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামের কোন পরিবর্তন হয়নি।
এমএস