ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ব্যস্ত সড়কে উটপাখি

প্রকাশিত: ০০:৩৯, ২৯ অক্টোবর ২০২১

ব্যস্ত সড়কে উটপাখি

পাকিস্তানের লাহোরে ক্যানাল রোডে হঠাৎ ছুটতে দেখা যায় বিশালাকার উটপাখি। উটপাখি দুটি কোত্থেকে সড়কে এলো, সে বিষয়ে নিশ্চিত করে এখনও জানা যায়নি। লাহোরের কারও বাড়িতে পোষা ছিল এই উটপাখি দুটি। কোনভাবে তারা ছাড়া পেয়ে রাস্তায় ছোটাছুটি শুরু করে। ক্যানাল রোডে উটপাখির পাশ দিয়েই দিব্যি চলতে দেখা গেল গাড়ি, বাস, মোটরসাইকেল। যেন কোন ব্যাপারই না! সে উটপাখি ধরার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন। এর মধ্যে একজন উটপাখির গলা চেপে ধরে তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যু হয় পাখিটির। আরেকটির খোঁজ পাওয়া যায়নি। -হিন্দুস্তান টাইমস
×