বিশ্বের বৃহত্তম জোড়া ইঞ্জিন জেট উড্ডয়নের সফল পরীক্ষা চালিয়েছে বোয়িং। ৭৭৭এক্স মডেলের এয়ারক্রাফটি শনিবার যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের কাছে প্রায় চার ঘণ্টা সফল উড্ডয়ন সম্পন্ন করে। এটি বোয়িংয়ের জন্য একটি সুখবর। এর আগে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ার দুটি ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনার শিকার হওয়ার পর ইমেজ সঙ্কটে পড়েছিল বোয়িং। ৭৩৭ ম্যাক্স মডেলটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। -বিবিসি