ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্কিন জোটের সঙ্গেই থাকছে রাশিয়া

প্রকাশিত: ২২:৪৫, ২৭ নভেম্বর ২০১৫

মার্কিন জোটের সঙ্গেই থাকছে রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ বিমান ভূপাতিতের ঘটনায় তুরস্কের সঙ্গে চলমান উত্তেজনা সত্ত্বেও সিরিয়া অভিযানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গে সহযোগিতা বজায় রাখার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের। পুতিন বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও এর সহযোগীদের সঙ্গে সহযোগিতামূলক কর্মকাণ্ড বজায় রাখবে রাশিয়া। তবে তুরস্কের মতো এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এ সম্পর্ক ঝুঁকির মুখে পড়বে বলেও উল্লেখ করেন তিনি। ক্রেমলিনে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে আলোচনার পর গত বৃহস্পতিবার এ কথা বলেন পুতিন। এ সময় সিরীয় সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় তুরস্কের প্রতি রাগ প্রকাশ করেন পুতিন। তিনি বলেন, ‘তুরস্ক বিশ্বাসঘাতকতা করেছে। মস্কো তাদের বন্ধু মনে করত।’ সিরিয়ায় আইএস (ইসলামিক স্টেট) বিরোধী অভিযানে মার্কিন জোটে রয়েছে তাদের মিত্র রাষ্ট্র তুরস্ক। জোটে তুরস্ক থাকা সত্ত্বেও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন পুতিন। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করে যেতে প্রস্তুত রয়েছি। তবে আমাদের বিমান ধ্বংস ও কর্মকর্তাদের মৃত্যুর ঘটনা পুরোপুরি অগ্রহণযোগ্য।’ যৌথ বিবৃতিতে পুতিন আরও বলেন, ‘আমরা এ অবস্থানে এগিয়ে যেতে চাই যে, এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। নতুবা কোনো ব্যক্তি, জোট বা কোনো রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রয়োজন নেই।’ এ সময় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন পুতিন। তিনি বলেন, তুরস্কের ভূপাতিত বিমানটির কার্যক্রম বিস্তারিত যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল। তিনি বলেন, ‘আমরা কেন আমেরিকানদের তথ্য সরবরাহ করেছিলাম? হয় তারা (যুক্তরাষ্ট্র) তাদের মিত্রদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারছে না, অথবা তারা তথ্য ফাঁস করে দিয়েছে।’
×