ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

মার্কিন যুদ্ধজাহাজকে ইরানি বাহিনীর ধাওয়া

প্রকাশিত: ১২:৫৯, ২৪ জুলাই ২০২৫

মার্কিন যুদ্ধজাহাজকে ইরানি বাহিনীর ধাওয়া

ছবি: সংগৃহীত

 হেলিকপ্টার থেকে সরাসরি পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। সাহসী এই পদক্ষেপে আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জানিয়ে দিয়েছে—ডোনাল্ড ট্রাম্পের আর কোনো উস্কানি বরদাশত করবে না আয়াতুল্লাহ খামিনির দেশ। জল কিংবা স্থলে প্রতিরোধ গড়ে তাদের শক্ত হাতে দমন করবে ইরান—এবার সেটি আবারও প্রমাণ করল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।

বুধবার পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ইউএসএস ফিট জেরাল্ড যুদ্ধজাহাজকে হুংকার দিয়ে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানি বিপ্লবী সেনারা। ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে পারস্য উপসাগর ধরে ইরানি জলসীমার দিকে অগ্রসর হচ্ছিল মার্কিন যুদ্ধজাহাজটি।

পরিস্থিতি আঁচ করতে পেরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে মোতায়েন করে সিকিং হেলিকপ্টার। জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করে একপর্যায়ে সরাসরি ধাওয়া দেয় হেলিকপ্টারটি। ইরানি বাহিনীর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়—হেলিকপ্টার থেকে যুদ্ধজাহাজকে সতর্ক করে সামনে অগ্রসর না হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু জবাবে মার্কিন জাহাজ হেলিকপ্টার না সরালে হামলার হুমকি দেয়।

তবুও ইরানি হেলিকপ্টার হুমকির তোয়াক্কা না করে ধাওয়া অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিট জেরাল্ডের গতিপথ পরিবর্তন করেই পিছু হটে।

উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে জড়িয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রও। ইসরায়েলের মিত্র হিসেবে পারমাণবিক কর্মসূচির অজুহাতে ইরানে বোমা ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার প্রেক্ষিতে পারস্য উপসাগরে এ ধরনের উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটলো।

ইরান বলছে, এটি মার্কিন উস্কানির অংশ এবং তাদের নজরদারির একটি ব্যর্থ প্রয়াস। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, পুরো ঘটনাটি ছিল "পেশাদার", এবং এতে ইউএসএস ফিট জেরাল্ডের মিশনে কোনো প্রভাব পড়েনি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, “এই ঘটনার ফলে আমাদের কার্যক্রম ব্যাহত হয়নি।” তবে বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন এই বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে বলছে—“আমেরিকা তার নজরদারি মিশনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।”

 

শেখ ফরিদ
 

×