
.
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটির প্রজাতন্ত্র দিবসের ৯৯তম বার্ষিকী উদ্যাপনকে স্মরণীয় করে রাখতে ‘টগ’ নামের নতুন ব্র্যান্ডের উদ্বোধন করেছেন।
এরদোগান বলেন, টগ হলো সেই প্রকল্প, যা আমাদের দেশের শক্তিশালী ভবিষ্যৎ গঠন করবে। টগ তুরস্কের প্রথম অভ্যন্তরীণভাবে উৎপাদিত বৈদ্যুতিক সি-এসইউভি গাড়ি। ব্র্যান্ডটি কিছুদিনের মধ্যে বিশ্বে সুনাম অর্জন করবে। তিনি বলেন, এ গাড়ি দেখেই ইউরোপীয়রা বলবে, ওই যে তুর্কিরা আসছে। অর্থাৎ গাড়িটি তুরস্কের প্রতীক হয়ে উঠতে যাচ্ছে। আগামী বছরের প্রথম প্রান্তিকে এ গাড়ি বাজারে আসবে। -বিবিসি