
ইউক্রেন সংঘাতে ড্রোন যুদ্ধ ওয়াশিংটন সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তা থেকে যুক্তরাষ্ট্র শিখছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির স্নাতকদের উদ্দেশে ট্রাম্প এ কথা বলেন। খবর আরটির।
ট্রাম্প বলেন, যুদ্ধে মস্কো এবং কিয়েভ যেসব কৌশল ব্যবহার করছে তা যুক্তরাষ্ট্র শিখছে। যুদ্ধের দ্রুত পরিবর্তনশীল প্রকৃতির মধ্যে শীর্ষে থাকাটা গুরুত্বপূর্ণ বলেও জানান ট্রাম্প। ইউক্রেন সংঘাতে ড্রোনের ব্যবহারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা এটি পর্যবেক্ষণ করছি। আমরা যুদ্ধের বিভিন্ন রূপ দেখছি, লক্ষ্য করছি ড্রোনগুলো বিভিন্ন কোণে, দ্রুততার সঙ্গে কীভাবে নির্ভুলভাবে নেমে আসছে। আমরা এরকম কখনো দেখিনি। আমরা এটি থেকে শিখছি। এ সময় ট্রাম্প ক্যাডেটদের সামরিক কৌশল এবং কৌশলের ক্ষেত্রে আপডেট থাকার জন্য ঝুঁকি নেওয়ার এবং ভিন্নভাবে কাজ করার সাহস রাখার আহ্বান জানান। টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এমন এক সময় এই কথা বললেন যখন রাশিয়া ড্রোন প্রতিযোগিতায় ইউক্রেনকে হারিয়ে দিচ্ছে।
প্যানেল