ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভুল উড়োজাহাজে উঠে যেভাবে  বিপাকে পড়লেন তিনি

প্রকাশিত: ১৩:৫৩, ৭ অক্টোবর ২০২৪

ভুল উড়োজাহাজে উঠে যেভাবে  বিপাকে পড়লেন তিনি

ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে ঘটনাটি ঘটে।

এক ব্যক্তি ভুল করে বিমানে ওঠায় ফ্লাইটে বিলম্ব হয়েছে বলে জানিয়েছে ইজিজেট এয়ারলাইন্স। ২০ এর কোঠার এই ব্যক্তিকে পরে গ্রেপ্তার করেছে পুলিশ। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে ঘটনাটি ঘটে।

বিবিসি বলছে, বিমানবন্দরের এক যাত্রীর আরেকটি ইজিজেটের ফ্লাইটে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি ভুল করে গত শুক্রবার সন্ধ্যায় ইতালির মিলান গামী ফ্লাইটে উঠে পড়েন।

উড়োজাহাজের নিরাপত্তার মানদণ্ড অনুযায়ী বাড়তি নিরাপত্তা তল্লাশির কারণে সব যাত্রীদের নেমে যেতে হয়েছিল। গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ (জিএমপি) তখন জানায়, এক ব্যক্তি সঠিক কাগজপত্র ছাড়াই ফ্লাইটে উঠে পড়েছেন।

ওই ব্যক্তি পরে বিমানবন্দর টার্মিনালে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়।

বিনা অনুমতিতে উড়োজাহাজে লুকিয়ে ভ্রমণের অভিসন্ধি থাকার সন্দেহে এবং ইচ্ছাকৃতভাবে মানুষের সমস্যা সৃষ্টির দায়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার জানিয়েছেন জিএমপি’র মুখপাত্র।

যদিও উড়োজাহাজে তল্লাশি করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং সন্ত্রাস-সংশ্লিষ্টতার কোনও আলামতও পাওয়া যায়নি।

তবে ইজিজেটের মুখপাত্র বলেছেন, নিয়ম অনুযায়ী, ফ্লাইটটিতে বাড়তি নিরাপত্তা তল্লাশির প্রয়োজন পড়েছিল। এক যাত্রী ভুল করে অন্য ফ্লাইটে উঠে পড়ার কারণে এটি করতে হয়েছিল।

মুখপাত্র বলেন, “উড়োজাহাজের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ফলে আমরা এখন ম্যানচেস্টার বিমানবন্দরে আমাদের গ্রাউন্ড পার্টনারের সঙ্গে কাজ করব, যাতে আমরা বুঝতে পারি ওই ব্যক্তি কীভাবে ফ্লাইটটিতে উঠতে পারলেন।”

তাসমিম

×