ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মা-মেয়ে একসঙ্গে অন্তঃসত্ত্বা, লোকলজ্জায় নবজাতককে কবর দিল জন্মদাত্রী!

প্রকাশিত: ১৯:৩০, ৯ নভেম্বর ২০২৪

মা-মেয়ে একসঙ্গে অন্তঃসত্ত্বা, লোকলজ্জায় নবজাতককে কবর দিল জন্মদাত্রী!

প্রতীকী ছবি।

শিশুকন্যাকে জীবন্ত কবর দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ল ভারতের দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাট এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুকন্যাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুর পরিবারের অভিযোগ, তার মা-ই সামাজিক লোকলজ্জার ভয়ে সদ্যোজাতকে হত্যা করেছেন। 

প্রাথমিকভাবে সদ্যোজাত খুনের ঘটনা হলেও এর নেপথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। তদন্তে তা জানতে পেরে চোখ কপালে পুলিশেরও।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চাঁদপুর ধোপারহাট এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলা এক শিশুকন্যার জন্ম দেন।  জন্মের পর সদ্যোজাতকে ওই মহিলাই জীবন্ত মাটিতে পুঁতে দেন বলে অভিযোগ। এদিকে এই ঘটনা চাউর হতেই মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে সদ্যোজাতকে উদ্ধার করে। তাকে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, প্রথমে সন্দেহ করা হয়েছিল কন্যাসন্তান জন্ম দেওয়াতেই ওই সদ্যোজাতকে পরিবারের লোকজন মাটিতে পুঁতে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে পুলিশি তদন্তে উঠে আসে ভয়ংকর তথ্য। জানা যায়, ওই মহিলার তিন মেয়ে ও দুই পুত্র রয়েছে।  বর্তমানে ওই নারীর এক মেয়ে ও তিনি নিজে একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মা ও মেয়ে দুজনেই একই সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ায় মা হিসেবে তিনি লজ্জিত হন। এরপরই সামাজিক লোকলজ্জার ভয়ে রাতের অন্ধকারে নিজেই সদ্যোজাতকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন ও তাকে জ্যান্ত পুঁতে দেন। 

পুলিশ জানিয়েছে, নারী নিজেই এই ঘটনার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সদ্যোজাতকে খুনের অভিযোগ করেছেন পরিবারের লোকজন। রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ায় ওই মহিলা বর্তমানে চিকিৎসাধীন নাইয়ারাট গ্রামীণ হাসপাতালেই। ঘটনার তদন্ত চলছে। 

এম হাসান

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে