ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

ইউটিউব দেখে অস্ত্রোপচার! প্রাণ গেল কিশোরের 

প্রকাশিত: ১৫:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৪

ইউটিউব দেখে অস্ত্রোপচার! প্রাণ গেল কিশোরের 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

পিত্তথলিতে পাথর হওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোর হাসপাতালে ভর্তি হন।। আর সেই হাসপাতালে যাওয়াই কাল হয়ে দাঁড়াল এই কিশোরের। ভুয়া ডাক্তারের খপ্পরে পড়ে প্রাণ যাবে তা ছিল কল্পনারও বাইরে!

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। জানা যায়, ডাক্তার পরিচয় দিলেও সে একজন ভুয়া ডাক্তার। অবাক করার বিষয় হচ্ছে, সেই ডাক্তার ইউটিউব ভিডিওর ওপর নির্ভর করে অস্ত্রোপচার করেন।

জানা যায়, অস্ত্রপাচারের পরে সন্ধ্যায়, ছেলেটির শ্বাস বন্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। এমন অবস্থায় ছেলেটির মরদেহ হাসপাতালের সিঁড়িতে রেখে তারা পালিয়ে যান।

এই ঘটনার জের ধরে থানায় এফআইআর দায়ের করে তার পরিবার। একই সঙ্গে ভুয়া ওই ডাক্তারসহ অন্যদের খোঁজও করছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মৃত ওই কিশোরের পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকবার বমি করার পর তাকে গণপতি হাসপাতালে নিয়ে যান।

এনডিটিভি বলছে, পুলিশ এই ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গণপতি সেবা সদনের স্বঘোষিত চিকিৎসক ও অন্যান্য কর্মীদের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।

তাসমিম

×