ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের মুখে পুতিন নিয়ে হতাশা!

প্রকাশিত: ১৬:৫১, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৫২, ১৫ জুলাই ২০২৫

ট্রাম্পের মুখে পুতিন নিয়ে হতাশা!

সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিশ্বাসে’ চিড় ধরেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে সম্পর্ক এখনও ভেঙে যায়নি—এমনটাই জানালেন তিনি বিবিসির এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে।

সরাসরি ও স্পষ্ট ভাষায় ট্রাম্প বলেন, “পুতিনের কিছু সিদ্ধান্ত আমাকে হতাশ করেছে। কিন্তু আমি এখনও তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করিনি।”

এক সময় পুতিনকে 'চতুর' ও ‘দক্ষ’ নেতা বলতেন ট্রাম্প। কিন্তু ইউক্রেন আক্রমণের পর সেই প্রশংসা এখন সন্দেহে বদলেছে। ট্রাম্পের মতে, যদি তিনি এখনো প্রেসিডেন্ট থাকতেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে সাহস করত না।

এই বক্তব্যে যেমন রয়েছে ট্রাম্পের হতাশা, তেমনই রয়েছে ভবিষ্যৎ মার্কিন নেতৃত্বে ফিরে আসার সুস্পষ্ট সংকেতও।“আমি হতাশ, কারণ আমি বিশ্বাস করতাম পুতিন এমন কিছু করবে না। কিন্তু সে করেছে। তবে আমি এখনও তাকে একেবারে বাতিল করে দিইনি।”

তিনি বলেন, পুতিন তার বোঝার সীমার বাইরে কাজ করেছেন। প্রেসিডেন্ট থাকাকালে পুতিন এমন পদক্ষেপ নিতেন না বলেও দাবি ট্রাম্পের।

ট্রাম্প-পুতিন সম্পর্ক: অতীত ও বর্তমান

  • ট্রাম্প-পুতিন সম্পর্ক অতীতে ছিল আলোচিত ও বিতর্কিত।
  • প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্পের পুতিনের প্রতি নমনীয়তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল।
  • এবারের মন্তব্য সেই সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে—হতাশা প্রকাশ করে দূরত্ব বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

এই মন্তব্যের তাৎপর্য 

  • ১. যুক্তরাষ্ট্রে ২০২4 সালের নির্বাচনের প্রাক্কালে ট্রাম্প কূটনৈতিক অবস্থান পুনর্গঠন করছেন।
  • ২. ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প এবার অনেকটাই দূরে সরে গেলেন পুতিন থেকে।
  • ৩. এটি বাইডেন প্রশাসনের চাপেও পুতিনের ওপর ‘আলোচনামূলক’ রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এখন দুই কৌশলে এগোচ্ছেন—একদিকে তিনি ভোটারদের কাছে "শান্তির পক্ষের শক্ত নেতা" হিসেবে নিজেকে তুলে ধরছেন, অন্যদিকে কূটনৈতিকভাবে তিনি পুতিনকে সতর্কবার্তা দিচ্ছেন যে, ‘পুরোনো সম্পর্ক এখন আগের মতো নেই’।

হ্যাপী

×