ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পারমাণবিক অস্ত্রের গোপন নথি খুঁজতে ট্রাম্পের বাসায় তল্লাশি

ওয়াশিংটন পোস্ট

প্রকাশিত: ২৩:৫৫, ১২ আগস্ট ২০২২

পারমাণবিক অস্ত্রের গোপন নথি খুঁজতে ট্রাম্পের  বাসায় তল্লাশি

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি চালিয়েছিল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)এই তল্লাশির তেমন কোন কারণ জানা যায়নিতবে পারমাণবিক অস্ত্রের অতি গোপনীয় নথির খোঁজেই এই তল্লাশি করা হয়েছিল বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্টবৃহস্পতিবার সাংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছেখবর রয়টার্সের

সাবেক প্রেসিডেন্টের পাম বিচের মার-এ-লাগো রিসোর্ট থেকে এ ধরনের নথি উদ্ধার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তল্লাশি পরোয়ানার বিষয়বস্তু প্রকাশ করতে বৃহস্পতিবার বিচারককে অনুরোধ জানিয়েছেওই পরোয়ানার ভিত্তিতেই গত সোমবার মার-এ-লাগোতে তল্লাশি চালিয়েছিল এফবিআইরিপাবলিকান পার্টির ট্রাম্প এই তল্লাশি অভিযানকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেনবিচার বিভাগের এই আবেদনের ফলে সাবেক একজন প্রেসিডেন্টের বাসায় নজিরবিহীন তল্লাশি চলাকালে তদন্তকারীরা কী খোঁজ করেছিলেন, শীঘ্রই সে বিষয়ে আরও জানতে পারবে জনগণহোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প অবৈধভাবে নথিপত্র সরিয়ে নিয়েছেন কি না, সেই তদন্তেরই অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়

×