ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালিতে বোমা হামলায় জাতিসংঘের ২ শান্তিরক্ষী নিহত

প্রকাশিত: ১২:৫৮, ৬ জুলাই ২০২২

মালিতে বোমা হামলায় জাতিসংঘের ২ শান্তিরক্ষী নিহত

দুই শান্তিরক্ষী নিহত

মালিতে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন মঙ্গলবার ( জুন) দেশটির গাও শহর টেসালিট গ্রামের মাঝামাঝি শক্তিশালী বোমার বিস্ফোরণে ঘটনা ঘটে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের (মিনুসমা) মুখপাত্র অলিভার সালগাদো এক টুইটে তথ্য নিশ্চিত করেছেন

মিনুসমার পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, নিহত দুজন মিশরের নাগরিক ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

এক দশক আগে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর উত্থানের পর থেকে মালিতে নিরাপত্তাহীনতা বেড়েছে এসব গোষ্ঠী আক্রমণ চালিয়ে পশ্চিম আফ্রিকার দেশটিতে একের পর এক এলাকা দখল করেছে গত মাসে বিদ্রোহীদের হামলায় মালির মধ্য মোপ্তি অঞ্চলের দিয়াল্লাসাগৌ, দিয়াওয়েলি এবং ডেসাগৌ গ্রামে অন্তত ১৩২ জন বেসামরিক লোক নিহত হন

 

×