ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঘরে বসেই যেভাবে ব্যায়াম করে পুরুষ হরমোন টেস্টোস্টেরন বাড়ানো যায়

প্রকাশিত: ২০:৩৩, ৩০ এপ্রিল ২০২৫

ঘরে বসেই যেভাবে ব্যায়াম করে পুরুষ হরমোন টেস্টোস্টেরন বাড়ানো যায়

ছবি: সংগৃহীত

বর্তমান ব্যস্ত জীবনে জিমে যাওয়ার সময় মেলে না অনেকেরই। তবে তাই বলে শারীরিক যত্ন নেয়া থেমে থাকতে পারে না। বিশেষ করে পুরুষদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন হলো টেস্টোস্টেরন। এটি শুধু শারীরিক গঠন নয়, যৌন স্বাস্থ্য, মানসিক শক্তি এবং সামগ্রিক জীবনশক্তির সঙ্গে গভীরভাবে জড়িত। আশার কথা হলো, ঘরেই কিছু সাধারণ ব্যায়াম নিয়মিত করলে প্রাকৃতিকভাবেই টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানো সম্ভব।

🏋️ টেস্টোস্টেরন কী ও কেন গুরুত্বপূর্ণ?

টেস্টোস্টেরন একটি অ্যান্ড্রোজেন হরমোন যা মূলত পুরুষদের যৌন বৈশিষ্ট্য, পেশিশক্তি, হাড়ের ঘনত্ব, মেজাজ ও শক্তি বজায় রাখতে সহায়তা করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ হরমোনের মাত্রা কমতে থাকে, যার প্রভাব পড়ে কর্মক্ষমতা ও জীবনযাপনে।

🧘 ঘরোয়া ব্যায়ামে হরমোন বাড়ানোর ৫ কার্যকর উপায়

১. স্কোয়াট (Squats) স্কোয়াট একটি চমৎকার যৌগিক ব্যায়াম যা পায়ের পেশি, হিপ ও কোরকে সক্রিয় করে। এটি শরীরে টেস্টোস্টেরনের নিঃসরণ বাড়াতে সাহায্য করে। প্রতিদিন ৩ সেট, প্রতি সেটে ১২–১৫ বার স্কোয়াট করুন।

২. পুশ-আপ (Push-ups) এটি সহজ ও কার্যকর একটি ব্যায়াম যা উপরের শরীরের পেশি গঠন করে। পুশ-আপ শরীরের রক্তপ্রবাহ ও হরমোন নিঃসরণে সহায়ক। ৩ সেট করে দিনে ১৫–২০ বার পুশ-আপ করুন।

৩. বডিওয়েট লাঞ্জ (Bodyweight Lunges) এ ব্যায়ামটি পা ও হিপ অঞ্চলের পেশি সক্রিয় করে এবং হরমোনের উৎপাদন বাড়াতে কাজ করে। প্রতিটি পায় দিয়ে ১০–১২ বার করে ৩ সেট করুন।

৪. হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং (HIIT) কম সময়ে বেশি কার্যকর ফলাফল চায় যারা, তাদের জন্য HIIT উপযোগী। এতে শরীরের মেটাবলিজম বেড়ে যায় ও টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে। ২০ মিনিটের একটি HIIT সেশন সপ্তাহে ৩ দিন করাই যথেষ্ট।

৫. প্ল্যাঙ্ক (Plank) এই ব্যায়াম কোর স্ট্রেন্থ বাড়ায় এবং শরীরের স্ট্রেস হরমোন ‘করটিসল’ কমিয়ে দেয়, যা পরোক্ষভাবে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। দিনে ৩ বার করে ৩০–৬০ সেকেন্ড প্ল্যাঙ্কে থাকার চেষ্টা করুন।

🍳 পরামর্শ: ব্যায়ামের সঙ্গে খাদ্যাভ্যাসও জরুরি ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, উচ্চ প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ খাবার, পর্যাপ্ত পানি পান এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাও টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়ক।

🔚 শেষ কথা: শুধু জিমেই নয়, নিজের ঘরেই দৈনন্দিন কয়েকটি ব্যায়ামের মাধ্যমে পুরুষেরা তাদের শরীর ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে পারেন। প্রয়োজন শুধু নিয়মিত চর্চা ও আত্মনিবেদন।

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার