ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

মাইগ্রেনের ব্যথায় যে ওষুধ খাবেন?

প্রকাশিত: ১০:৫৪, ১৮ জানুয়ারি ২০২৫

মাইগ্রেনের ব্যথায় যে ওষুধ খাবেন?

সংগৃহীত ছবি

মাইগ্রেনের ব্যথার কিছু লক্ষণ রয়েছে। এটি মাথার যেকোন একপাশে হয়। এ ব্যথায় মাথা প্রচন্ড চেপে ধরে, প্রচন্ড ব্যথার সাথে ভেতরে ধপধপ শব্দ হতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে। ক্ষুধা লাগলে, প্রচন্ড শব্দে, রোদে গেলে বা নাকে কড়া গন্ধ পেলে ব্যথা বাড়তে পারে। এ ব্যথা কখনো নাকের আশেপাশে, চোখের আশেপাশে, মাথার পেছনে বা কখনোই পুরো মাথা জুড়ে হবে না; যেকোন একপাশে হয়। 

মাইগ্রেন কেন হয় বিজ্ঞানীরা এ প্রশ্নের যথার্থ কারণ বের করতে পারেনি। তবে মাইগ্রেন হওয়ার পর কী কী ঘটে এগুলো জানতে পেরেছেন। আমাদের ব্রেইনে যে অসংখ্য রক্তনালী আছে মাইগ্রেন হওয়ার পর এগুলো প্রসারিত হয়। এ ব্যথায় ব্রেইন থেকে এক ধরনের কেমিক্যাল সিজিআরপি বের হয়। ফলে এক ধরনের রিসেপ্টর সেরাটোনিন ৫-এইচটি একটিভ হয়ে যায়। এটি ব্যথা ক্যারি করে। 

মাইগ্রেনের জন্য ঝলমিট্রিপ্টান জাতীয় ওষুধ খেলে প্রসারিত রক্তনালী সংকুচিত হবে। সিজিআরপি বের হতে দিবে না এবং যে রিসেপ্টর ব্যথা ক্যারি করছে এটাকে ব্লক করে দিবে। তবে শর্ত হচ্ছে, চাপমুক্ত থাকতে হবে, জাঙ্কফুড বর্জন করতে হবে, খালি পেটে থাকা যাবে না এবং রোদে যাওয়া যাবে না।

JF

×