ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৫

প্রকাশিত: ১৮:০৮, ১০ ডিসেম্বর ২০২২

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৫

হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৬৬ জনের। 

এছাড়া, ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৬৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৮১ জন।

শনিবার (১০ ডিসেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৯৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৪৮৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৬৩১ জন।

 

এমএইচ

×