ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪০ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৭:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুর সংক্রমণ

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৩০৯ জন এবং ঢাকার বাইরে ১৩১ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৬৫০ জনে। তবে এসময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর হয়নি।

রবিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ৮৮০ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ১৮০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৫০ জন। বছরের প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ২১ জুন।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×