ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪

প্রকাশিত: ১৭:০৬, ২০ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৮:০৫, ২০ সেপ্টেম্বর ২০২২

দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪

করোনায় মৃতদের দাফন।

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তিনজন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪৫ জনে। 

এছাড়া নতুন করে ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।  

এর আগে গতকাল সোমবার দেশে করোনায় কোনো মৃত্যু হয়নি। তবে ওইদিন করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে ৬০১ জন। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×