ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দৃষ্টিনন্দন বিকল্প সড়ক

সাজেদ রহমান, যশোর

প্রকাশিত: ০২:০২, ২০ আগস্ট ২০২২

দৃষ্টিনন্দন বিকল্প সড়ক

দৃষ্টিনন্দন বিকল্প সড়ক

যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট থেকে রাজগঞ্জ, ত্রিমোহিনী, সাগরদাঁড়ী হয়ে কুমিরা পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার ২ লেনের সড়ক নির্মাণ করা হয়েছে৪ বছর আগে সড়কটি নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় যশোর, মনিরামপুর, কেশবপুর, তালা ও কলারোয়ার প্রায় ১০ লাখ মানুষ এর সুফল ভোগ করছেযশোর থেকে প্রায় ৮ কিলোমিটার কম পথ পাড়ি দিয়ে কুমিরা হয়ে দ্রুত সময়ে লোকজন সাতক্ষীরা পৌঁছে যাচ্ছে

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি যশোর সড়কটি নির্মাণ করেছেসরেজমিনে দেখা গেছে, সড়কটি নির্মাণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছেযেমন বাজার এলাকাগুলোতে বর্ষার সময় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে অধিকাংশ সময় ওই এলাকার কার্পেটিং অংশগুলো দ্রুত নষ্ট হয়ে পড়েযে কারণে সব বাজার এলাকায় আরসিসি এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছেসড়কটি ২৪-৩০ ফুট পর্যন্ত চওড়া করা হয়েছেযাতে গাড়ির কোন জট সৃষ্টি না হয়খাল/নদীতে বা বিল/মাঠের পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ, কালভার্টও নির্মাণ করা হয়েছেজলাবদ্ধ এলাকা বা নদীর পাড়ে সড়কের ভাঙ্গন রোধে রাস্তার স্লোপে বসানো হয়েছে সিমেন্ট ব্লক যা আরও সৌন্দর্য বর্ধন করেছে

এ বিষয়ে এলজিইডি যশোরের কর্তৃপক্ষ জানান, এটাই যশোর এলজিইডির সবচেয়ে দীর্ঘতম সড়কসড়কটিতে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রোড সাইন, লেন মার্কিং ব্যবহার করা হয়েছে, যা সড়কটিকে আরও দৃষ্টিনন্দন করেছে এবং সড়ক দুর্ঘটনা দূর করতে ভূমিকা রাখছেএছাড়া সড়কটি ব্যবহার করে দেশী-বিদেশী পর্যটকরা সহজে ও কম সময়ে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ী যেতে পারছেনপুরো সড়কের সঙ্গে প্রায় ৪০টি কালভার্ট নির্মাণ করা হয়েছেখাল-নদী বা বিলের পানি নিষ্কাশনের জন্য এসব কালভার্ট সহায়তা করছেতবে বেশি ভারি যানবাহন চলাচল করার কারণে সড়কের কয়েকটি জায়গায় উঁচু-নিচুর সৃষ্টি হয়েছেকর্তৃপক্ষ বলছে, দ্রুত সেগুলো মেরামত করা হবে

 

সাজেদ রহমান, যশোর

×