ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

টাঙ্গাইলে জলবায়ু সচেতনতায় VBD এর অসাধারণ উদ্যোগ

মোঃ রনি রহমান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, টাঙ্গাইল 

প্রকাশিত: ১২:৩০, ৬ জুন ২০২৫

টাঙ্গাইলে জলবায়ু সচেতনতায় VBD এর অসাধারণ উদ্যোগ

ছবি- দৈনিক জনকণ্ঠ

বিশ্ব জলবায়ু দিবস উপলক্ষে ভলান্টিয়ারস ফর বাংলাদেশ (VBD) টাঙ্গাইল জেলা ক্লাইমেট সামিট ২০২৫ আয়োজন করে। টাঙ্গাইল জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সামিটে অংশগ্রহণ করেন বিভিন্ন উপজেলা থেকে আগত ৬০ জনেরও অধিক তরুণ-তরুণী।

সামিটে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ভিবিডি টাঙ্গাইল জেলার প্রেসিডেন্ট সাহিবুল বারীদ এবং জেনারেল সেক্রেটারী রাকিবুল হাসান রাজু। এছাড়াও পরিবেশ রক্ষায় সচেতনামূলক আলোচনা করেন ভিবিডি টাঙ্গাইলের অ্যালামনাই মেম্বার এস. এম. সালমান। 

উক্ত সামিটে গেস্ট স্পিকার হিসেবে আলোচনা করেন mekATeam এর ফাউন্ডার আমির হামজা জিহাদ। সামিটে জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতি, এর প্রভাব এবং যুবসমাজের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

সেশনের শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে তরুণদের মাঝে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে টেকসই পরিবেশ গঠনে তাঁদের অংশগ্রহণ আরও জোরালো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নোভা

×