ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মাদ্রাসায় অবৈধ, অগণতান্ত্রিক ও নির্বাচনবিহীন কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১০, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ২০:১১, ৩০ জুলাই ২০২৫

মাদ্রাসায় অবৈধ, অগণতান্ত্রিক ও নির্বাচনবিহীন কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অবৈধ, অগণতান্ত্রিক ও নির্বাচন ছাড়া গঠিত কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চারবারের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক আব্দুর রাজ্জাক, মো. জসিম উদ্দিন ও জাহাঙ্গীর হোসেনসহ মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুর রাজ্জাক ও শিক্ষার্থীরা বলেন, অভিভাবক ও এলাকার গণ্যমান্যদের বাদ দিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একতরফাভাবে কমিটি গঠন করেছেন, যা ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। তাঁরা বলেন, এটি মাদ্রাসার গঠনতন্ত্রবিরোধী ও সম্পূর্ণ অগণতান্ত্রিক। অবিলম্বে এই কমিটি বাতিল করে নির্বাচন ও নিয়ম মেনে নতুন কমিটি গঠনের দাবি জানান বক্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একাধিক শিক্ষক জানান, অধ্যক্ষের বিরুদ্ধে তাঁরা প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। কমিটি গঠনের পুরো প্রক্রিয়া তিনি এককভাবে সম্পন্ন করেছেন। কেউ আপত্তি জানালে চাকরি হারানোর হুমকি দেওয়া হয়।

অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ মো. মহিউদ্দিন বলেন, “আমি সবাইকে জানিয়েই কমিটি করেছি, এটি মনগড়া নয়।” তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আমি এখন বোর্ড অফিসে অফিসিয়াল কাজে ব্যস্ত, এ বিষয়ে পরে মাদ্রাসায় গিয়ে কথা বলবো।”

সানজানা

×