ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

আতাকামার মমি বিপন্ন : জলবায়ু সংকট ঘিরে উদ্বেগ বাড়ছে গবেষকদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮, ৬ জুন ২০২৫

আতাকামার মমি বিপন্ন : জলবায়ু সংকট ঘিরে উদ্বেগ বাড়ছে গবেষকদের

ছবিঃ সংগৃহীত

চিলির আতাকামা মরুভূমিতে আবিষ্কৃত বিশ্বের প্রাচীনতম মানব-নির্মিত মমিগুলো এখন টিকে থাকার জন্য লড়াই করছে। প্রায় ৭,০০০ বছর আগে চিনচোরো (Chinchorro) সভ্যতার মানুষরা তাদের মৃতদের সংরক্ষণের জন্য মমি করত। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমানে এসব মমি ক্ষয়ের মুখে।

৭ হাজার বছরের পুরনো ইতিহাস আজ ঝুঁকিতে

চিনচোরো সভ্যতার মমিগুলি শুধু প্রাচীনতম নয়, বরং এটি ছিল একটি সমাজ যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে মমি করে সমান মর্যাদা দেওয়া হতো। এটি মানব ইতিহাসে এক ব্যতিক্রমী সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টান্ত।

আর্দ্রতা ও তাপমাত্রা বৃদ্ধিই প্রধান কারণ

গবেষণা সংস্থাগুলোর মতে, বর্তমান সময়ে এই অঞ্চলে বেড়ে যাওয়া আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তন মমিগুলোর দ্রুত ক্ষয় ও জীবাণুর আক্রমণের জন্য দায়ী। হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণা অনুযায়ী, এসব পরিবর্তনের ফলে বহু মমির গায়ে ছত্রাক ও ফাঙ্গাস দেখা দিয়েছে, যা তাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

চিলি সরকারের উদ্যোগ ও ভবিষ্যতের আশঙ্কা

চিলি সরকার ও স্থানীয় সম্প্রদায় এই মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ শুরু করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র স্থানীয় উদ্যোগ যথেষ্ট নয়—এর জন্য দরকার আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ।

পৃথী

×