ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

বাল্বের আলোয় রাত জাগছে ড্রাগন গাছ, বাড়ছে ফলন

প্রকাশিত: ১১:০৪, ১৪ নভেম্বর ২০২৪

বাল্বের আলোয় রাত জাগছে ড্রাগন গাছ, বাড়ছে ফলন

অমৌসুমে ড্রাগন ফল ফলাতে বাগানে লাইট ইনডোর্স পদ্ধতি ব্যবহারে স্বুসাদু ড্রাগনের ফলন বৃদ্ধি করা সম্ভব।

এই পদ্ধতিতে মূলত রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে রাতকে দিন বানিয়ে রাখার মতো অর্থাৎ রাতেও দিনের আলোর মত আলোকিত করে রাখতে হয়। আমাদের দেশে চাষ হওয়া ড্রাগন ফল বাগান বেড়ে ওঠে মুলত দিনের আলোয়, তাই এমন পদ্ধতিতে চাষ করলে রাতেও ড্রাগনের গাছ ও ফলের বেড়ে ওঠা সঠিক।শীতকালে দিন ছোট হয়ে আসে তাই দিনের আলো কম হয়। 

বিজ্ঞানীরা বলছেন, সূর্যের আলোর সাথে বিকিরিত হয় দেড় লাখেরও বেশি রঙ। যা গাছেদের আলোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ভূমিকা রাখে। আর এই বাল্বগুলো রঙ ছড়ায় ৩ হাজার ৬০০ ধরনের। তাই সূর্যের আলোর বিকল্প হিসেবে ড্রাগন বাগানে বাল্ব ব্যবহার করা হচ্ছে। এই আলো গাছকে সজাগ ও বৃদ্ধি অব্যাহত রাখতে বেশ সহায়ক হবে।

গাছের জীবন আছে তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ফলে সূর্যের আলো যাওয়ার পরে গাছ সালোকসংশ্লেষণসহ অন্যান্য কার্যক্রম থামিয়ে দেয়। এতে ঝিমিয়ে পড়ার আশঙ্কায় থাকে গাছের বৃদ্ধি। বিলম্বিত হয় ফুল ফোঁটা। তাই আলো সরবরাহ করে গাছের কার্যক্রম অব্যাহত রাখে। এতে গাছের বৃদ্ধি ত্বরাণিত হবে। কাঙ্খিত সময়ে মিলবে ফুল।

নাহিদা

×