মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সর্বশেষ
যত চুমুর দাগ, ততই মোটা বেতন! চাকরিতে অগ্রাধিকার পুরুষদের দুয়ার সার্ভিসেসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত মেয়াদ শেষে মোবাইল ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ বিচ্ছেদ হলো হাসিনা-পুত্র জয়ের ফর্মুলা দুধে শিশুর যে বিপদ! বাঁশঝাড়ে গৃহবধূর মহাকাণ্ড, শাড়ি চেয়ে তোলপাড় ভারত নয় এবার চাল আমদানি হবে পাকিস্তান থেকে! ১০ ট্রাক অস্ত্র মামলা: বাবরের খালাস, পরেশ বড়ুয়াসহ ৫ জনের সাজা খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর  কিছু দলের নেতাদের সংবিধান প্রীতি বেড়েছে : হাসনাত আব্দুল্লাহ শাটডাউনে জবিতে বন্ধ ক্লাস-পরীক্ষা জাতীয় সংসদে আসছে বড় পরিবর্তন: দ্বিকক্ষ ব্যবস্থা চালুর সুপারিশ তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে আ. লীগের মতো পরিণতি হবে: হাসনাত বাণিজ্য মেলায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ রাসূল (সা.) যেভাবে খাবার খেতেন মিনিট ও ডাটা ইস্যুতে মোবাইল অপারেটরগুলোকে আইনি নোটিশ ভারতের দাদাগিরি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা  জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর  ব্রয়লার মুরগিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি, সময় এলো বয়কটের  কী ছিল শেষ ভাষণে উম্মতের প্রতি রাসূল (সা.) এর সর্বশেষ নির্দেশনা  যুদ্ধের প্রস্তুতি চীনের, রেড অ্যালার্ট মোডে ভারতীয় সেনারা নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি ২১ জানুয়ারী আমি খুব ভালো একজন গৃহিণী হতাম জরায়ুতে সিস্ট কেন হয় ? বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান ফ্যাসিজমের সবচেয়ে বেশি আক্রান্ত বিএনপি- জামায়াত: মির্জা ফখরুল  মশার কামড়ে সামান্থা অসুস্থ, জয়েন্টে জয়েন্টে ব্যথা শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা    স্বামীকে পিটিয়ে গৃহবধূর শ্লীলতাহানি, অভিযুক্ত ছাত্রদল নেতা

পাহাড় সুস্থ থাকলে পৃথিবী সুস্থ থাকবে

প্রকাশিত: ২২ মে ২০২৪, ০৫:৪৫ পিএম

শেয়ার

পাহাড় সুস্থ থাকলে পৃথিবী সুস্থ থাকবে
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পাহাড় সুস্থ থাকলে পৃথিবী সুস্থ থাকবে, তাই পাহাড় পর্বতকে ভালো রাখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, হিন্দুকুশ হিমালয় পর্বতমালা জলবায়ু পরিবর্তনের গ্রাউন্ড জিরো। যদি বুঝতে চান যে পৃথিবীতে কী ঘটতে চলেছে, দেখতে হবে আজ হিমালয়ে কী ঘটছে। 

এটি কেবল পাহাড় নয়, সুপেয় পানির উৎস। হিমালয়ের সমস্ত হিমবাহ গলে গেলে আমরা কী করব? সুপেয় পানি না থাকলে বাংলাদেশের মানুষ বাঁচবে কী করে? তাই পাহাড় রক্ষায় বৈশ্বিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখতে হবে।

বুধবার (২২ মে) নেপালের কাঠমান্ডুর চন্দ্রগিরি হিল রিসোর্টে অনুষ্ঠানরত ইন্টারন্যাশনাল এক্সপার্ট ডায়লগ অন মাউন্টেইন, পিপল এন্ড ক্লাইমেটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী। 

পরিবেশমন্ত্রী বলেন, কার্বন নি:সরণ বন্ধ না করলে, অভিযোজন এবং প্রশমন ব্যবস্থার ক্ষেত্রে আমরা যা কিছু করার চেষ্টা করি, তা যথেষ্ট হবে না।  অভিযোজন এবং স্থিতিস্থাপকতার সীমা রয়েছে।  বাংলাদেশ এবং নেপালের মতো দেশ আগামীকাল নেটজিরো অর্জন করলেও বৈশ্বিক নির্গমনে কোনও পার্থক্য করবে না কারণ জি ২০ দেশগুলি বিশ্বব্যাপী নির্গমনের ৮১ শতাংশের জন্য দায়ী । 

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশ প্রচুর ব্যয় করছে।  উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বছরে সাত ট্রিলিয়ন ডলার ভর্তুকি দিতে পারে, কিন্তু জাতীয় অভিযোজন পরিকল্পনাগুলিতে অর্থায়ন করে না।  এই ডাবল স্ট্যান্ডার্ড বন্ধ করতে হবে। আমাদের এখন দ্রুত পদক্ষেপ দরকার, এটা পৃথিবীর সমস্যা। বিশ্ব নেতাদের সদিচ্ছা প্রকাশ করতে হবে।

সাবের চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমূদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশে লাখ লাখ বাস্তুচ্যুত হবে।  লবণাক্ততার অনুপ্রবেশ আমাদের উৎপাদনশীলতাকে প্রভাবিত করছে। বাংলাদেশের উত্তরে হিমবাহ গলছে এবং দক্ষিণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। আমরা খরা, বন্যাসহ জলবায়ু পরিবর্তনের সকল নেতিবাচক প্রভাব অনুভব করছি।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ড’ নেপাল সরকারের বন ও পরিবেশমন্ত্রী নওল কিশোর সাহ সুরির সভাপতিত্বে উদ্বোধনী ভাষণ দেন। ভুটানের মন্ত্রী, ইউএনএফসিসিসি সাবসিডিয়ারি বডির চেয়ারম্যান;  নেপালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী;  কিরগিজস্তানের রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন।  

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেপাল সরকারের মুখ্য সচিব ড. বৈকুণ্ঠ আরিয়াল।