বক্তব্য রাখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বন আইনে সংশোধন আনা হচ্ছে। প্রথমবারের মতো সরকার বন সংরক্ষণ আইন করতে যাচ্ছে।
আন্তর্জাতিক বন দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে আগারগাঁওয়ে বন অধিদফতরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আমরা যখন বন নিয়ে বা বনের রক্ষা বা বনের সম্ভাবনার কথা বলি তখন মাথায় যে বিষয়টি আসে, তা হলো বনকে সম্পদ হিসেবে দেখি কি না। বিদ্যুতের লাইন, রেললাইন বনের মধ্য দিয়ে যায় তখন বনটাকে কতটুকু রক্ষা করা যায় সেই বিষয়টি দেখা দরকার। প্রধানমন্ত্রী বন রক্ষার বিষয়ে বেশ সচেতন। তাই সংবিধানে ১৮(ক) ধারাটি সন্নিবেশ করেছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘বিশ্বে প্রতি তিন বছরে প্রায় ৫০ হাজার বর্গ কিলোমিটার বন উজাড় হচ্ছে। সেই হিসেবে বাংলাদেশেও প্রায় ১০ হাজার হেক্টর বন কিন্তু আমরা হারাচ্ছি। তাই বন আইনে সংশোধন আনা হচ্ছে। প্রথমবারের মতো আমরা বন সংরক্ষণ আইন করতে যাচ্ছি। সব জায়গায় ডিজিটাল হচ্ছি। বনের ক্ষেত্রে আমরা এনালগ হতে পারি না।’
পরিবেশমন্ত্রী বলেন, ‘বাঘের যে নতুন সার্ভে হচ্ছে তার সংখ্যা আন্তর্জাতিক বাঘ দিবসে প্রকাশ করবো। আমি আশাবাদী বাঘের সংখ্যা বাড়বে।’
তিনি আরও বলেন, ‘আমাদের গবেষণার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এক হয়ে কাজ করতে হবে। জানি আমাদের সমস্যাগুলো কী এবং সেই সমস্যাগুলো সমাধানে কাজ করতে হবে। বন বিভাগে যারা কাজ করছে তাদের সততা সবচেয়ে বড় সম্পদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
এস