
টুশি, জারিন, শিতাব ও অর্চি
আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের গ্র্যান্ড ফিনালে। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁওতে এর ফলাফল ঘোষণা করা হয়। এবার ১৩ জন গ্র্যান্ড ফিনালেতে উঠে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সেরাদের সেরা চারজনের নাম ঘোষণা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা।
সেরা চারজন হলেন- টুশি, জারিন, শিতাব ও অর্চি। টুশি বলেন, দীর্ঘদিন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষার পর অবশেষে চূড়ান্ত পর্যায়ে সেরাদের সেরা হিসেবে যখন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমার নামটি সবার আগে ঘোষণা করেন, তখন আমি বিস্মিত হয়ে গেলাম।
আমি ভাবতেই পারিনি সেই মুহূর্তে রুনা ম্যামের মুখে আমার নামটি উচ্চারিত হবে। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছিল। জারিন বলেন, এটা পরম সৌভাগ্য যে এই আয়োজনের ফলাফল শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম ঘোষণা করেছেন। আজীবনের জন্য তা স্মৃতি হয়ে থাকবে। আমার স্বপ্ন সিনেমাতে গান করা। তবে নিজের মৌলিক গানের প্রতি বিশেষ মনোযোগ থাকবে আমার। কারণ আমি আমার নিজের মৌলিক গান দিয়েই একজন সংগীতশিল্পী হিসেবে পরিচিত হতে চাই গানের পৃথিবীতে।
শিতাব বলেন, আমি আমার নিজের কণ্ঠ দিয়ে, নিজের মৌলিক গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা গানের বিস্তৃতি আরও বাড়াতে চাই। অর্চি বলেন, বেশি বেশি মৌলিক গান করাই আমার ইচ্ছে। এর পাশাপাশি নিজে কম্পোজিশনটা ভালোভাবে রপ্ত করতে চাই। নিজের কম্পোজিশনে আমি গান করতে চাই।