ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতের হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করলেন  মাহিরা খান

প্রকাশিত: ১৩:২৯, ৭ মে ২০২৫; আপডেট: ১৩:৩২, ৭ মে ২০২৫

ভারতের হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করলেন  মাহিরা খান

ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে ২০২৫ সালের ৭ মে মধ্যরাতে। ভারতীয় বিমানবাহিনী 'অপারেশন সিন্দুর' নামের একটি সামরিক অভিযানে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালায় বলে দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাকিস্তান এই হামলাকে ‘অবৈধ ও উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান বুধবার দুপুরে ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে ভারতের এই হামলার কড়া সমালোচনা করেন।ওই পোস্টে মাহিরা ভারতের যুদ্ধমুখী মনোভাব, ঘৃণার রাজনীতি এবং মিডিয়ার ভূমিকার বিরুদ্ধে সরব হন।

তিনি লেখেন,"আমি কৃতজ্ঞ যে এমন একটি দেশে বাস করি, যেখানে আমাকে কী বলতে হবে তা কেউ নির্দেশ দেয় না। আমার কণ্ঠ আছে এবং আমি তা ব্যবহার করতে পারি।"
তিনি যোগ করেন,"আমরা আমাদের দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমরা সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিই যেখানেই তা ঘটুক না কেন,এমনকি যখন আমার দেশ পাকিস্তানকে প্রমাণ ছাড়াই সঙ্গে সঙ্গে দোষারোপ করা হয়।"

মাহিরা খান ভারতের গণমাধ্যম ও ক্ষমতাধরদের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন,"ভারতের ঘৃণা ও যুদ্ধের রেটোরিক আমরা বহু বছর ধরে দেখে আসছি। আমি নিজ চোখে তা প্রত্যক্ষ করেছি। মিডিয়া বিভাজনের আগুনে ঘি ঢালে। আপনার সবচেয়ে শক্তিশালী কণ্ঠগুলো গণহত্যা ও যুদ্ধাপরাধের মুখে নীরব থাকে,আইনের ভয়ে নয়, ভয়ের কারণে।"

তিনি আরও বলেন,"আপনারা শহরে মাঝরাতে হামলা চালান এবং সেটিকে 'বিজয়' বলেন? লজ্জা হওয়া উচিত। আমার পাকিস্তান, আমি তোমাকে ভালোবাসি। আমরা যেন সঠিক পথেই থাকি। এই ঘৃণ্য উসকানির পরেও আমরা যেন কখনও নিচে নেমে না যাই। শান্তি প্রতিষ্ঠা হোক। আমিন। পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তান পায়িন্দাবাদ।"

মাহিরা খানের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার স্পষ্ট অবস্থানের প্রশংসা করছেন।

আফরোজা

×