ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ফোলা ঠোঁটের যন্ত্রণা, লিপ ফিলার্স করিয়ে পস্তাচ্ছেন উরফি! কতটা বিপজ্জনক হতে পারে এই প্রক্রিয়া?

প্রকাশিত: ১৮:২৬, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২৬, ২৩ জুলাই ২০২৫

ফোলা ঠোঁটের যন্ত্রণা, লিপ ফিলার্স করিয়ে পস্তাচ্ছেন উরফি! কতটা বিপজ্জনক হতে পারে এই প্রক্রিয়া?

ছবি: সংগৃহীত

লিপ ফিলার্স করিয়ে ফের চরম ভোগান্তির মুখে পড়েছেন উরফি জাভেদ—ঠোঁট ফুলে ঢোল, মুখ বিকৃত, গাল-চিবুকের পেশিও ফুলে গিয়ে যন্ত্রণায় কুঁকড়ে উঠেছেন তিনি।

আর তাই ভবিষ্যতে এমন কিছু আর কখনও না করার কথা জানিয়ে দিয়েছেন; সৌন্দর্য বৃদ্ধির এই বহুল আলোচিত প্রসিডিউরটিতে হায়ালুরনিক অ্যাসিডযুক্ত জেল ঠোঁটে ইনজেক্ট করে পুরু ও ভরাট ঠোঁট তৈরি করা হয়, যা দেখতে আকর্ষণীয় লাগলেও সামান্য মাত্রা এদিক-ওদিক হলে দেখা দিতে পারে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া—ঠোঁট ফুলে যাওয়া, ব্যথা, রক্তক্ষরণ, প্রদাহ, কালশিটে দাগ, অ্যালার্জি, এমনকি হার্পিস সংক্রমণ কিংবা অটোইমিউন রোগের ঝুঁকিও থাকে; চিকিৎসকরা বলছেন, অভিজ্ঞর হাতে না পড়লে ফিলার্স বিপজ্জনক হয়ে উঠতে পারে, আর তারকাদের দেখাদেখি অনেক তরুণ-তরুণী না জেনে এই ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছেন, যার পরিণতি হতে পারে ভয়াবহ এবং দীর্ঘমেয়াদি।

শিহাব

×