
সংগৃহীত
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পাত্রলেখা আজ একটি মধুর ও আবেগঘন খবর জানালেন তাঁদের ইনস্টাগ্রাম পোস্টে—তাঁরা বাবা-মা হতে চলেছেন!
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি কার্টুন স্টাইলের দোলনার ছবি আর ছোট্ট কিন্তু হৃদয়স্পর্শী ক্যাপশন “Elated ❤️” এই সুসংবাদ পৌঁছে দিয়েছে তাঁদের লাখো ভক্তের হৃদয়ে।
২০২১ সালের নভেম্বর মাসে প্রেমের দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন রাজকুমার ও পাত্রলেখা। তাদের বিয়ে ছিল সাদামাটা কিন্তু হৃদয়গ্রাহী। আর এবার, সেই ভালোবাসার নতুন অধ্যায়ে যোগ হলো সন্তান!
সম্প্রতি প্রকাশ্যে প্রথমবারের মতো পাত্রলেখার বেবি বাম্প দেখা গেছে, যেখানে রাজকুমার ছিলেন সাদাসিধে ও হাস্যোজ্জ্বল, তাঁর পাশে থাকা গর্ভবতী স্ত্রীকে নিয়ে গর্বিত।
বাবা হওয়ার অনুভূতিতে অভিভূত রাজকুমার এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, “এখনও যেন স্বপ্ন মনে হচ্ছে। এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হতে চলেছে। আমি জানি আমি দারুণ একজন বাবা হবো।”
এই কথা বলার পর তাঁর হাসি, পাত্রলেখার চাহনি আর উভয়ের চোখে ভবিষ্যতের আশায় ভরা সেই ঝিলিক সবকিছু মিলিয়ে অনুরাগীরা এককথায় আবেগপ্রবণ হয়ে পড়েছে।
দর্শকদের জন্য কী অপেক্ষা করছে একটি রাজকীয় বেবি শাওয়ার গর্ভাবস্থার ফটোশুট কিংবা রাজকুমারের পরবর্তী সিনেমায় বাবা চরিত্রে অভিনয় ,যাই হোক, বাংলার ভক্তরা এই সুখবর নিয়ে রীতিমতো উৎসব শুরু করে দিয়েছেন।
রাজকুমার রাও ও পাত্রলেখার মতো বাস্তবতা ও ভালোবাসার প্রতিচ্ছবি বলিউড তারকারা বাংলাদেশের তরুণদের মধ্যেও খুব জনপ্রিয়। তাঁদের আন্তরিক সম্পর্ক এবং পরিবার গড়ার এই যাত্রা ভক্তদের মনে ছুঁয়ে গেছে।
হ্যাপী