ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

বাপ্পা মজুমদারের জন্মদিনে বড় ভাইয়ের শুভেচ্ছা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বাপ্পা মজুমদারের জন্মদিনে বড় ভাইয়ের শুভেচ্ছা

বাপ্পা মজুমদার ও পার্থ মজুমদার

বাংলাদেশের নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। পুরো নাম শুভাশিস মজুমদার বাপ্পা। ১৯৭২ সালে এক সংগীত পরিবারে তার জন্ম। বাবা সংগীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদার। সংগীতের হাতেখড়ি হয় পরিবারেই। ওস্তাদ বারীণ মজুমদারের সংগীত শিক্ষা প্রতিষ্ঠান মণিহার সংগীত একাডেমিতে তিনি শাস্ত্রীয় সংগীতের ওপর পাঁচ বছর মেয়াদি একটি কোর্স করেন।

‘সত্তা’ চলচ্চিত্রের গানে সুর করার জন্য ২০১৯ সালে শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বাপ্পা মজুমদার। আজ বুধবার বাপ্পা মজুমদারের জন্মদিন। ঘরোয়াভাবেই তার জন্মদিন সাধারণত উদ্যাপন হয়ে থাকে। স্ত্রী ও কন্যাকে নিয়েই বাপ্পা মজুমদার যথারীতি এবারের জন্মদিন উদযাপন করবেন। বাপ্পা মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার বড় ভাই প্রখ্যাত সংগীত পরিচালক পার্থ মজুমদার বলেন, আজ বাপ্পার জন্মদিন। আমাদের পরিবারের এক বিশেষ জায়গায় তার অবস্থান। 
কারণ, বাপ্পার জন্ম হওয়ায় আমাদের বাবা-মা আমাদের দিদির অকাল প্রয়াণকে কিছুটা ভুলে থাকার চেষ্টা করতে পেরেছিলেন। বাপ্পার জন্মদিনে আমার অনেক আশীর্বাদ, ও যেন সারাজীবন নিজের বিবেককে জাগ্রত রেখে চলতে পারে। ঈশ্বর তাকে যেন ভালো রাখেন। বহু কষ্ট করে বাপ্পা আজ তার নিজের একটি জায়গা করতে পেরেছে। সেটি আরও বিস্তৃত হোক, আরও বড় হোক। শুভ জন্মদিন বাপ্পা, অনেক ভালো থাক।

×