
ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও দিয়ে শোবিজে সায়রার যাত্রা শুরু, এরপর বড় পর্দায় অভিষেক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি শুরু করেন। পরবর্তী সময়ে হঠাৎই কাজ থেকে বিরতি নেন সায়রা আক্তার জাহান।
গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ক্লোজআপ কাছে আসার গল্পে ‘লেগুনা’। আবুল খায়ের চাঁদ পরিচালনায় তাঁকে দেখা গেছে মফস্বলের এক মেয়ের চরিত্রে। আর ভিকি জাহেদের ‘আরারাত’ সিরিজে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এমন চরিত্রে আগে কখনও তাঁকে দেখা যায়নি।
সম্প্রতি মাছরাঙা টিভির এক টকশোতে অভিনেত্রী সায়রা আক্তার জাহানকে প্রোপোজ করতে হলে যে গুণ থাকতে হবে বলে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই মানুষটাকে ভালো হতে হবে। এটাই হচ্ছে প্রথম বিষয়।
তিনি আরও বলেন, ‘বর্তমানে টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ হচ্ছে। সত্যি বলতে, যারা সত্যিকারের ভিন্ন চরিত্র দিয়ে নিজেকে পর্দায় তুলে ধরতে চান, তাদের কাজের অনেক সুযোগ আছে। এরই মধ্যে ওটিটি ও টিভি নাটকের কাজ নিয়ে বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। সবকিছু পাকাপাকি হলে জানাতে পারব।’
মো. মহিউদ্দিন