ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে- জামাইকে কী বললেন সোনাক্ষী সিনহার মা?

প্রকাশিত: ১২:২৮, ৮ ডিসেম্বর ২০২৪

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে- জামাইকে কী বললেন সোনাক্ষী সিনহার মা?

মা পুনম সিনহা, সোনাক্ষী সিনহা-জহির ইকবাল। ছবি: সংগৃহীত

সম্প্রতি স্বামী জহির ইকবাল, বাবা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহাকে নিয়ে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ অংশ নিয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা। ভিডিওতে এসেছে ভিন্ন ভিন্ন মুহূর্তের প্রসঙ্গ। 

একদিকে যেমন বাবা শত্রুঘ্ন সিনহা তাঁর ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার প্রসঙ্গে নানা ঘটনা তুলে ধরেছেন। ঠিক তেমনই তাঁর মা পুনমও বেশ কিছু আকর্ষণীয় বিষয়ও তুলে ধরেন। সোনাক্ষী ও জহিরের থেকেও শোনা গেল বেশ কিছু অজানা গল্প। সেখানেই এক মুহূর্তে মা পুনম সিনহার কথায় খানিক অস্বস্তিতে পড়েন সোনাক্ষী। 

জামাই জহিরকে রীতিমতো কটাক্ষ করলেন পুনম। যা শুনে অভিনেতা বিব্রববোধ করেন।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পুনমকে বলতে শোনা গেছে, আমার মা বলেছিলেন, যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাঁকেই বিয়ে করো। আমি এটা শুনেছি এবং করেছিও। কিন্তু, আমার মেয়ে এটা কী করল? ও যাকে বেশি ভালোবাসে তাঁকেই গিয়ে বিয়ে করল।

এ কথা শুনেই সোনাক্ষী বলেন, এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। জ়হির মনে করে, ও আমাকে বেশি ভালোবাসে। আবার আমার মনে হয়, আমি তাঁকে বেশি ভালোবাসি। এখন কে এই বিষয়টির নিষ্পত্তি করবে, সেটা জানা নেই।

২০২৪ সালের ২৩ জুন জহির ও সোনাক্ষীর বিয়ে করেন। এর আগে শোনা গিয়েছিল, শত্রুঘ্ন সিনহা এবং তাঁর গোটা পরিবার জহিরের সঙ্গে সোনাক্ষীর বিয়েতে খুশি নন। যদিও এ কথা মানতে নারাজ ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর পরিবার। পুনম সিনহা এবং শত্রুঘ্ন সিনহাও কপিলের শোতে এসে তাঁদের প্রেম এবং বিয়ের গল্প ভাগ করে নিয়েছিলেন। 

সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন বলেন, পুনমের মা তাঁকে রিজেক্ট করেছিলেন। অভিনেতাকে নাকি দেখতে একেবারেই গুন্ডাদের মতো মনে হয়েছিল তাঁর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এসআর

×