ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

গুরুতর আহত সুনীল শেট্টি

প্রকাশিত: ২০:০৩, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:০৪, ৭ নভেম্বর ২০২৪

গুরুতর আহত সুনীল শেট্টি

ছবি:সংগৃহীত

শুটিং ফ্লোরে অভিনয় করার সময় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। এই অভিনেতা ‘হান্টার: টুটেগা নহি তোড়েগা’ ওয়েব সিরিজের শুটিং করছেন। সিরিজে রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে,  অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে বৃহস্পতিবার বুকের পাঁজরে চোট পেয়েছেন অভিনেতা। এ খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।

অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি জানিয়েছেন সুনীল। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা লিখেছেন, ‘সামান্য আঘাত, গুরুতর কিছু নয়! আমি খুব ভাল আছি এবং পরবর্তী শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি। আমার খোঁজ নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’

তাবিব

×