ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

নেটিজেনদের কটাক্ষের মুখে শ্রদ্ধা

প্রকাশিত: ১৪:১৫, ৭ নভেম্বর ২০২৪

নেটিজেনদের কটাক্ষের মুখে শ্রদ্ধা

সেলেব্রিটিদের চকচকে ত্বকের গোপন রহস্য জানার আগ্রহ জনসাধারণদের মাঝে অনেক বেশি লক্ষ করা যায়। সকলে তাদের ত্বকের যত্নের রুটিন জানতে উৎসুক হয়ে থাকেন।

প্রায় সব বলিউড অভিনেত্রীরাই সবসময় প্রচুর পানি পান করে নিজেকে হাইড্রেটেড রাখার পরামর্শ দেন। কিন্তু এটাই কি শেষ কথা?

সম্প্রতি শ্রদ্ধা কাপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারে শোনা যায়, তার কোনো স্কিন কেয়ার রুটিন নেই। তিনি শুধু একটি ফেসওয়াশ একটি ময়েশ্চারাইজার ব্যবহার করেন।

এই জবাবের কারণে ট্রোলের মুখে পড়তে হয় শ্রদ্ধা কাপুরকে!

শ্রদ্ধাকে কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, 'এই ব্যাপারে আমি অন্তত সোনম কাপুরের প্রশংসা করি। তিনি সৎ ছিলেন। কিন্তু আমরা সবাই জানি, তোমার স্কিনকেয়ার রুটিন নয়, তোমার সার্জারির দরকার পড়ে।'

আরেক নেটিজেন সোনমের কথা টেনে লিখেছেন, 'যখন আমি এই ধরনের বাজে কথা শুনি, আমার মনে তৎক্ষণাৎ কয়েক বছর আগে সোনম কাপুরের আশ্চর্যজনক পোস্টের কথা চলে আসে, যেখানে তিনি বলেছিলেন যে প্রতিটা তারকার এমন একটা বাহিনী আছে, যাদের কাজ সেই তারকাকে সুন্দর লাগানো। তারা সকলেই দামি দামি পণ্য ব্যবহার করে। একজন অভিনেত্রীকে এভাবে কথা বলতে দেখলে অবাক লাগে।'

শ্রদ্ধা এমনিতে বেশ প্রিয় নেটিজেনদের। খুব একটা ট্রোলও হন না তিনি। কাজের সূত্রে তাকে শেষ দেখা যায় 'স্ত্রী টু'-তে।

তানজিলা

×