ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

‘জোকার টু’ ফ্লপ??

প্রকাশিত: ২২:৪৬, ৭ অক্টোবর ২০২৪

‘জোকার টু’ ফ্লপ??

জোকার ২

গত ৪ অক্টোবর মুক্তি পায় মার্কিন নির্মাতা টড ফিলিপসের বহুল জনপ্রিয় ছবি ‘জোকার’-এর দ্বিতীয় কিস্তি ‘জোকার: ফোলি আ ডিউক্স’। এর আগে ২০১৯ সালে মুক্তি পায় সিরিজের প্রথম কিস্তি। তখন ছবিটি বিশ্বব্যাপী অভাবনীয় সাড়া ফেলেছিল।

বছরের শুরু থেকেই দর্শকের আগ্রহের তুঙ্গে ছিল ‘জোকার টু’। এছাড়াও প্রচার প্রচারণায় ব্যাপকতা ছিল ছবিটির। ফলে দর্শকমনে আগ্রহ বাড়ার পাশাপাশি উত্তেজনাও বাড়ে বহুগুণ। গত ভেনিস চলচ্চিত্র উৎসবে ১১ মিনিট স্ট্যাডিং ওভেশন পেয়েছিল সিনেমাটি। সবাই ভেবেছিলেন হলে মুক্তি পেলে আগের কিস্তির মতো দর্শকের সাড়াও পাবে অনেক। অবশেষে গত ৪ অক্টোবর মুক্তি পায় ‘জোকার টু’। কিন্তু আকাশ সমান প্রত্যাশা জাগিয়েও ছবিটি ব্যাপক হতাশ করেছে দর্শকদের।

এবারের সিক্যুয়েলে তেমন কিছু নাকি দেখাতে পারেনি বলে দর্শকদের অভিমত ছিল। প্রশংসা হবে কি, সমালোচনাটাই বেশি। রটেন টমেটোর সাইটের এক বিশ্লেষণে সিনেমাটি মাত্র ৩৪ শতাংশ ভোট পেয়েছে সমালোচকদের কাছে। আর দর্শকের ভোট মিলেছে ৩৯ শতাংশ। অনেকেই বলছেন, অতিরিক্ত মিউজিকের ব্যবহারই দর্শকের বিরক্তির মূল কারণ। স্ক্রিপ্টিং নিয়েও পাওয়া যায় বেশ কিছু অভিযোগ। মোদ্দাকথা, ‘জোকার’-এর সিক্যুয়েল থেকে দর্শক যা আশা করেছিলেন, তা পাননি।

তবে সিনেমাটির সমাপ্তি দেখে ইতিবাচক অভিমত দেন কিছু দর্শক। তারা মনে করেন, ‘জোকার: ফোলি আ ডিউক্স’ -এর গভীরতা অনেক বেশি। কিছু দর্শকের বোঝার ক্ষেত্রে ছবিটি একাধিকবার দেখার প্রয়োজন হতে পারে।


এখন পর্যন্ত যারা সিনেমাটি পছন্দ করেছেন, তারা মনে করছেন ইচ্ছাকৃত ভাবে সিনেমার সমাপ্তিটা এরকম করা হয়েছে। এতে দর্শক বিভক্ত হবে এবং আরও বেশি আলোচনা হবে সিনেমাটি নিয়ে।

কিন্তু দর্শকের এই হতাশার প্রভাব পড়েছে বক্স অফিসেও। হিন্দুস্তান টাইমসের খবর, মুক্তির সঙ্গেই ফিনিক্সের জোকার টু ফ্লপ। উচ্চ প্রত্যাশা থাকলেও বক্স অফিসে লড়াই চালিয়ে যাচ্ছে ছবিটি। আগের কিস্তি জোকারের চেয়ে আয় কম দেখছে জোকার-টু।

বাণিজ্য বিশ্লেষক লুইজ ফার্নান্দোর এক রিপোর্ট অনুসারে, জোয়াকিন ফিনিক্সের নেতৃত্বাধীন চলচ্চিত্রটি মুক্তির ছয় দিনের মাথায় আয় করেছে ৮১.১ মিলিয়ন ডলার। যেখানে জোকারের প্রথম পর্ব একই সময়ে আয় করেছিল ১৫০ মিলিয়ন ডলার।

এবি

×